আত্মকেন্দ্রিক

Photo of author

By Basob Roy

সকালের আকাশটা যখন মেঘে ঢাকা
আত্মপ্রত্যয়ী কবি তখন পৃথিবীর বুকচিড়ে হেঁটে চলেছেন অনবদ্য – ;

বড় সড়ক ধরে মেঠোপথের কানেকানে অনেক কথা কবির, নদীর স্রোতে কল্পনার নাও ভাসায়ে গঞ্জে গঞ্জে ফেরি-

কিছু শৈবাল সাথী হয় রাতারাতি
কিছু কচুরিপানা পথরোধ করে দাঁড়িয়ে যায় সামনে –
এভাবেই গ্রীষ্ম বর্ষা শেষে বসন্ত পেরিয়ে দিগন্তের গায়ে হেলান দিয়ে কবি তখনও আকাশ দেখেন- ;

অবশেষে একদিন ঝরে পড়ে সমস্ত দাম
ফিরে পায় ধারা অনিরুদ্ধ কিনারে
কবি আপনমনে নিজের পথে হারিয়ে যান —

দুর্বিনীত অক্ষর সেবকেরা কবির চলে যাওয়া দেখেন –
দৃষ্টি প্রতিবন্ধী শব্দ-দাসেরা আলো থেকে দূরে আরও দূরে ছিটকে পড়েন৷