আজ নিশ্চয় তোমার পৃথিবী শান্ত
সর্বগ্রাসী উথাল পাথাল ঢেউ
আজ আর তোমার সাগরে নেই,
তাই তুমি নও আজ আর তত বেশি ক্লান্ত।
খুব তো থাকো রেগে—
যেন মহাপ্লাবন আসছে ধেয়ে
ভাসিয়ে নিতে আমায় তীব্র বেগে…।
প্লিজ সোনা, তুমি অমন করোনা আর ।
মরে যাবো, বিশ্বাস করো , একদম মরে যাবো,
যা কিছু আছে, সব হয়ে যাবে ছারখার!!!
কেনো বোঝো না, তুমি ছাড়া কেউ নেই আমার,
ভিখেরি আমি একেবারে নিঃস্ব —
বিকল্প তোমার পাইনি কোথাও
তোলপাড় করে খুঁজেছি সারা বিশ্ব।
তাই মানিক শোনো…
চণ্ডাল রাগ আর রেগোনা কখনো,
দোষ যদি করি, ভুল যদি হয়,
করে দিয়ো ক্ষমা আমার অপরাধ যে কোনো।
জানো কি প্রিয়,
তুমি আমার আধার রাতের তারা?
নিঝুম দ্বীপের একলা ঘরের বাতি
তাই বুঝি তুমি জীবন প্রদীপ সর্বক্ষণের সাথি।
দিন ফুরালে আধার নামে–
অন্ধকারে ঢেকে যায় স-ও-ব আলো
তোমার বুকেই মাথা রাখি
তোমার বুকেই খুব নিরাপদ
থাকি ভীষণ ভালো।
তাই সোনা শোনো, প্লিজ বোঝার চেষ্টা করো ,
আর যেয়ো না ছেড়ে কোথাও,
শক্ত হাতে, শক্ত করে হাত দুটিকে ধরো ।
~শাহানা লতা