একদিন হঠাৎ আরশিতে দেখি
আমার আমি তো নাই
আয়নায় পেছনে লুকানো আমিকে
বারবার খুঁজে ফিরি তাই।
সকালে যে নীল আকাশে ভাসে
বিকেলের মেঘ সেই রঙ মাখে।
দক্ষিণের জানালায় জমানো
সকল কাজ খুব ভোরে উঁকি দেয়
ভাবনার সবচাইতে উঁচু ডালে
সেগুলো সাজাবো বলে আপোসের তালা খুলি।
অতঃপর লটারীতে প্রতিদিন যা উঠে
যেভাবে যখন জীবন ডাকে
সেভাবেই আমি ফিরতি পথে বাড়ি ফিরি।
জরুরী সকল কাজ লুকোনোই থাকে
মনের উঁচু তাক অগোছালো থেকে যায়
সময়ের বেড়াজালে বুঝিবা কখনো হারায়?!
শাহনাজ
৬.০৮.২০২২