আমরা অপেক্ষা করি, শুধু—
আমার লেখাটির পাঠক বাড়ুক।
কখনো অন্যের গল্প শোনার অপেক্ষা করিনা,
না পড়ি ছোট্ট কোনো কথা,
না দিয়ে উৎসাহের আলতো স্পর্শ।
আমরা অপেক্ষা করি, স্বার্থপরভাবে—
যেন শুধু নিজের শব্দের জন্যই এই জগৎ,
অন্য কেউ এখানে নেই,
না চাই আমি, না চাও তুমি।
তবু একদিন হয়তো ভেঙে পড়বে এই নিরবতা,
শব্দেরা ছড়িয়ে পড়বে বাতাসের মতো,
কাঁপবে হাজার মন, জেগে উঠবে নতুন আলো।
আর আমরা তখনও অপেক্ষা করব না—
সঙ্গে নিয়ে যাব এক নতুন সুর,
যা থাকবে আমাদের ছন্দে,
সবার হৃদয়ে।
© আলম