Select Page

যোগ্যতা

যোগ্যতা

আমার একটাই যোগ্যতা,
আমি ভালোবাসতে জানি।
এর বেশি কিছু আমি পারিনা,
আমার কেশ দীঘির জল,
সাঁতরে নিতে পারো, যদি তুমি চাও।
আমি খুব ছিমছাম , গুছিয়ে যত্ন করে রাখি,
আমার ভালোবাসার মানুষ গুলোকে,
মনের শো কেসে।
সেখানে কারো হস্তক্ষেপ,
আমি মোটেও সহ্য করবো না।
সেখানে আমি অগ্নি রূপ ধারণ করি।
যা আমার তা শুধু আমারি,
আমার যত্নে গড়া ভালোবাসা,
আমি যে শুধু ভালোবাসতে জানি
এছাড়া আমার আর কোন যোগ্যতা নেই।
আমি ধর্য্যশীল না হলেও,
আমায় দিয়ে করিয়ে নিতে পারো
তোমার যত কাজ ,শুধু ভালোবাসা দিয়ে।
তাতে আমার ক্লান্তি নেই।
ঝগড়াটে না হলেও
ঠোঁট কাটা বলতে পারো,
তোমাদের ইংরেজি ভাষায় স্ট্রেইটফরোয়ার্ড।

আমি পড়াশোনায় ওতো ভালো নই
তবে রান্নাবান্নায় আমি পারদর্শী।
একজন বাঙালি স্থূলদেহী
শ্যামলা বরণ নারী আমি,
অবশ্য সমাজ আমায়,
বিয়ের বাজারে কতটুকু দাম দিবে জানি না।
শুধু ভালোবাসা, রান্না, আর
আগলে রাখা দিয়ে কী
আমি সংসার ধর্ম করতে পারবো
কিনা তাও জানি না।
তবে আমি হরফ করে বলতে পারি,
আমার বুক গভীরে,
অনেক ভালোবাসা আছে,
তার ভিতরটায় তুমি ডুব দিলে
অন্ত খুঁজে পাবে না।
আমার একটাই যোগ্যতা
আমি শুধু ভালোবাসতে জানি ।

About The Author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *