আমি তোমার সেই মন ভালো করা প্রেম, যাকে তুমি কখনো বুজতে চাওনি।
যাকে তুমি পেতে চাওনি কখনো কোনদিন, আমি সেই ধ্রুপদী।
আমি সেই ট্রয় নগরীর হেলেন, যাকে তুমি ট্রয়ের ধ্বংসস্তুপের উপর
নবজন্ম দিতে চেয়েছিলে, আমি সেই নারী।
তুমি যাকে জয়নুলের তুলিতে আকঁতে চেয়েছিলে
আমি সেই আদিম স্বরবিন্যাস।
আমি হতে চেয়েছিলাম রবীঠাকুরের লাবন্য
জীবনানন্দের বনলতাসেন
আমি কখনো হেলেন হতে চাইনি,হতে চাইনি আধুনিকতায় সজ্জিত ট্রয়ের ধ্বংসস্তূপ
যার উপর দাড়িয়ে তুমি দীর্ঘশ্বাস ফেলো
আমি কখনো চাই নি, ট্রয় নগরীর সৌন্দর্য বিভৎস অভিশপ্ত প্রেমের উপখ্যানের নায়িকা হতে।
আমি চাই নি,
তুমি দুরত্বের দহনে পুড়ে যাও।
তুমি হাহাকার করো প্রেমের!
তুমি আসক্ত হও ভালোবাসার!
তুমি শরীর গন্ধে মাতাল হও!
তুমি অপেক্ষা ভুলে যাও!
তুমি আমার অস্তিত্বে বিলিন হও!
শুধু চেয়েছি তোমার ব্যক্তিত্বের কাছে বার বার হারিয়ে যাই আমি।
তুমি মহাপুরুষ হয়ে, মহাকালের শেষ ক্ষণেও ভালোবাসো
এই আদিম শাশ্বত নারীকে!
~Yeasmin Ahmmed Kakoly