আমি যদি আমাকেই চাই

আমি যদি আমাকেই চাই,
পারবে কি এই মুহূর্তে সামনে আমার
আয়না হতে?

যেখানে আমার সব হাসি-কান্না,
অভিমান, ভাঙা স্বপ্ন আর
অতল বিষাদের রেখা স্পষ্ট হবে।

এই ভিড়ে হারিয়ে যাওয়া আমি,
আবার নিজের কাছে ফিরে যেতে চাই।
পারবে কি এই মুহূর্তে সামনে আমার
আয়না হতে?

আমি যে রাতে ঘুমাতে পারি না,
হেঁটে বেড়াই একটানা নির্জনতায়,
আকাশের তারা গুনি,
অথচ কাউকে বলি না — সে আমি।

তুমি কি পারবে শুনতে সেই অব্যক্ত অভিমান?
যা আমি চুপচাপ রাখি বুকের কোণে।

পারবে কি?
আমি যদি ভেঙে পড়ি এই মুহূর্তে,
তুমি কি আমার চোখে চোখ রেখে বলবে —
“আমি আছি। আয়না হয়েছি তোর জন্য।”

ভালোবাসার কথা বলা সহজ,
ভালোবাসার আয়না হওয়া কঠিন।
তবু একবার…
আমি যদি আমাকেই চাই,
পারবে কি এই মুহূর্তে সামনে আমার
আয়না হতে?