আমি আমার মতো

Photo of author

By Kamrun Nahar Bithi

সাজবো আমিও প্রকৃতির মতো
নাচবো আমিও পাতার মতো
গাইবো আমি দোয়েল হয়ে
উড়বো আমি বিশ্ব জয়ে।
রাজ হংসের ডানায় ভেসে
জল দোলাবো হেসে হেসে।

কালো দীঘির পাড় ছুঁয়ে
ফুটবো আমি পদ্ম হয়ে,,,
দিনের শেষে চুপটি করে
আবার হারাবো ঘাপটি মেরে।
ভোর বেলাতো সূর্য হয়ে
পূর্ব আকাশে উঠবো জেগে।

বটবৃক্ষের ছায়া হয়ে রইবো পথের ধারে
ক্লান্ত পথিক বসে ছাঁয়ায় হারাবে।
তপ্ত সূর্য গড়াবে বিকেলে
পশ্চিমাকাশের গায়ে,,
হঠাৎ করেই সাঁঝ বেলাতে
গোধুলি রং ছোঁয়াবে।

সন্ধ্যায় নীড়ে ফিরবে পাখি
আপনজনের কাছে
আবার ছুঁটার আশা নিয়ে
রাত্রি যাবে গড়িয়ে।
আমারও তো ফিরতে হবে
দূরের ছোট্ট নীড়ে
আবারও ফিরবো আমি হঠাৎ করে
কলিকলমের ঘরে,,,,,।