Select Page

আমার স্বপ্নগুলো

আমার স্বপ্নগুলো

আমার স্বপ্নগুলো বার বার স্বপ্নই হয়…

স্বপ্ন দেখেছিলাম একদিন বড় হবো সকলের মতো
কিন্তু সকলের মতো মানবসেবক হবো না
হবো একজন কুখ্যাত মানব
আমার আওয়াজ পাওয়া মাত্র সব এলোমেলো হয়ে যাবে
সবচেয়ে এলোমেলো হবে নবযৌবনা তন্বীর উন্নত বুক
উস্কোখুস্কো হবে তার চুল, ছিঁড়ে যাবে শাড়ি ব্লাউস
পত্রিকার পাতায় উঠে যাবে নাম
ও টাকা ও পাখি তুমি উড়ে উড়ে চলে আসবে আমার কাছে
প্রাণের ভয়ে, তোমার আব্রু তোমার ইজ্জত রক্ষায়
উঠে যাবে আমার বিল্ডিং এপার্টমেন্ট মার্কেট শহরের আকাশ ফুঁ’ড়ে
রাজপথে চলবে আমার মহড়া
কথা বলা মাত্র গুলি করে দেবো খুলি বরাবর
রক এন্ড ব্যান্ড পার্টির ছন্দে বলে উঠবে জনতা
ত্বোরা সব জয়োধ্বনি কর…

দেখো বৈকুন্ঠ, দেখো স্বর্গ উদ্যান
হুরকা আলম ম্যারা দুনিয়া
ঢালো সাকী ঢালো শরাবান তুহুরা…

না। হলো না। হলো না আমার স্বপ্ন পূরণ
আমার স্বপ্নগুলো বার বার স্বপ্নই হয়…

আজ আমি মানুষের হাটে হাটি মানুষের সাথে কথা কই
সবুজ ঘাশের নির্যাসে স্বপ্নগুলো বুনে দেই মাটির গভীরে
নীল হয়ে পুরো আকাশে ফুটে উজ্জল নক্ষত্র
আর জ্যোৎস্না ঝরে পৃথিবীর অন্ধকারে।

শাহ্ কামাল
১৭ই অক্টোবর, ২০২২
ফতুল্লা

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *