জনম জনম এর প্রিয় সখা তুমি মোর
এ মদির আঁখিতে শুধু তোমারই ঘোর….
লাজে অবনত চোখে হৃদয় গহীনে
মধুর মায়ায় বসিয়েছি প্রেমেরই আসনে….
সুন্দর তুমি, অংগে তোমার চিরযৌবন,
বাহুডোরে বেধে রাঙালে মোর একাকি ভুবন…
মর্মভেদী দৃষ্টি তোমার, মোর চিবুকের
তিল নিয়া দিবানিশি করে খেলা…..
ব্যাকুল হৃদয়ে অবেলায় ভাসাও
প্রেমের অগ্নিভেলা…….
এ তো নহে শুধুই কল্পনা, হে মোর প্রিয় কবি…
নিশ্চিত মোরে সখি মানিতে পাশে থাকিতে যদি…….
তন্দ্রাবিহীন ব্যাকুল পাখির
মানেনা অবোধ হিয়া……..
কিকরে বোঝাবে তারে বলো
কোনসে দৈববাণী দিয়া……..
আমি সেই তরুনি ওগো
নতুন যুগের কালে…….
তোমাকেই মেনেছি আমার
অন্য যুগের সখা বলে……..!!
(বিঃদ্রঃ — কবি গুরু রবি ঠাকুরের লিখা “তোমার অন্য যুগের সখা ” স্মরণে…)
শিমু কলি
৬/৮/২০২১ইং