আমার হাতটি ছুঁয়ে লিখো

Photo of author

By Kamrun Nahar Bithi

কি যেন বলেছিলে,,
তোমার নাকি লেখার ক্ষমতা হারিয়ে যাচ্ছে?
দিনে দিনে বস্তুবাধী হয়ে যাচ্ছো মানুষদের মধ্যে,,

তবে একটা কথা ভেবেছো কি,,
হঠাৎ করেই লিখতে পারো তুমি
এলো মেলো ভাবনার অতল থেকে গোছানো ভাবনা গুলো মূহুর্তেই তুলে আনতো জানো,,
তবুও বলবে লিখতে ভুলে যাচ্ছো?

এই তো সেদিন,,খাতার সাদা পাতা গুলো
উল্টে পাল্টে দেখছিলে,ভাবছিলে কি লিখবে,,
হঠাৎ কলম টা কাঁপা কাঁপা হাতে,চিন্তিত মনে
লেখার চেষ্টায় বহু সময় ব্যয় করে দিলে,,সম্পূর্ণ সাদা পাতাটি কালো কালিতে ভরিয়ে তুললে
ভাবনা গুলো কথায় প্রকাশ করলে,,
তবুও কি বলবে লিখতে ভুলে যাচ্ছো?

মন তো নয় পাথর,সেখানে গরুর আস্ত এক শক্ত খুঁটি
বসানো টা বেশ কঠিনও নয়
তাহলে কেনো হারিয়ে ফেলো মনের জোর
জানো পারবে,,তবুও ভেঙ্গে পড়ো
একটু সাহস নিয়ে এগিয়ে যাও,,সাদা পাতাটি ভরে যাবে মনের বলা,না বলা সব কথায়,,
ভাবনারা এলোপাতাড়ি হয়ে উড়ে চলবে মন সীমানায়,,,,,

এই নাও তোমার প্রিয় কলমটি, হাতটি ছুয়ে আরেকবার লেখো, একটু সাহস নিয়ে এগিয়ে যাও। সাদা পাতাটি ভরে যাবে….