ব্যাথা তো নয় যেনো ভাঙ্গার মতন
হঠাৎ কখনো জোড়া লেগে যায়। ব্যথা নিভে যায়।
যেখানে প্রেম নেই ব্যথা নেভানো সেখানে দায়।
নির্ঘুম রাত্রি জেগে থাকে
পাওনার খাতায় অনবরত ঘুম লিখে যায়
অলসতা নীল খামের চিঠিগুলো মাঝের ড্রয়ারে
রেখে দিয়ে বলে এখানে প্রেম কোথায়
দরজা দিয়ে না এলে প্রেম হয় অদৃশ্য নীল সূতো।
আগুন প্রেম নেভাতে পারে এমন জল কোথায়
পৃথিবীর সব জলরাশি একত্রিত হয়ে
যদি বলে প্রেম দাও
সূর্য কি দেবে তাই?
পাখি সব সুর নিয়ে বলে গান গাও
শব্দ জলতরঙ্গের মতন উঠে আর নামে
যেমন নদীতে জোয়ার এলে পাড় ভেঙে যায়
তেমন প্রেম না দিলে সঠিক সুর কি তোলা যায়
এমন প্রেম যা দিয়ে ইতিহাস গড়া যায়
অমর অলৌকিক প্রেম যেখানে
লোকগাঁথা রচিত হয়
যেমন প্রেম গাছ আর মাটিতে
পাখির সাথে নীলে
মেঘ আর সূর্যের প্রেমের রঙ
পৃথিবী তেমন প্রেম চায়। আমিও তাই
তুই পৃথিবীতে প্রেম নিয়ে আয়॥