আমাদের গল্প

আমাদের গল্পে
সুখ অপ্রত্যাশিত
অসুখ প্রতিনিয়ত!

আমাদের গল্পে
বিশ্বাস অবিরত
অবিশ্বাস ক্ষত!

আমাদের গল্পে
ভালোবাসা অফুরান
ভালোথাকা অসম্পূর্ণ!

আমাদের গল্পে
হৃদয় ভরা আবেগ
বাঁধা শুধু বিবেক!

আমাদের গল্পে
অমাবস্যা চলমান
জোসনা যেখানে ম্লান!

আমাদের গল্পে
প্রকৃতি বেহেমিয়ান
আকুতি শুধু চলমান!

আমাদের গল্পে
শুরু ছিলো আন্তরিক
শেষটা হয়ত মর্মান্তিক!