এখোনোতো চোখে আবীর মাখানো সন্ধ্যা
ধীরে ধীরে নামে আঁধার কাজল রাত্রি ,
দখিনা বাতাসে ফুটিছে রজনীগন্ধা
আমরা দু,জন অজানা পথের যাত্রী।
সুদূর আকাশে শুকতারা দেখি হাসে
বনপথে দেখি আলো আঁধারীর খেলা,
জ্যেৎস্নার আলো আমাকে যে ভালোবাসে
আকাশে ভাসিছে সফেদ মেঘের ভেলা।
সুদূর আকাশে রুপালী চাঁদের আলো
পরিছে সে আলোক চোখে ,আঁধারিতে,
দখিনা বাতাস বহিছে যে উচ্ছাসে
আমরা চলেছি জীবন নদীর পাড়।
ধ্রুবতারা দেখে দিক চিনে চিনে হাঁটি
কত পথ দিয়েছি যে পাড়ি ,জীবন পথে,
বন্ধুর পথ নয় যে গো পরিপাটি
দুজনে শুধু নিরিবিলি কথা বলি।
দুপথ এসে এক পথে হলো হারা
অজানা দুজন হাতে হাত ধরি চলি,
সুদুর আকাশে হাসে যেন ধ্রুবতারা
আঁধারে শুধুই নিরিবিলি কথা বলি।
সারারাত ধরে হেটেছি ফোটোনি সূর্য
রাত অবসানে আলোর নিশানা হাসছে,
দিগন্তে ওই দেখনা বাজিছে তূর্য
সারা চরাচরে দিব্য বিজলি ভাসছে।
তাই দেখি আজ পথের নিশানা উজ্জল
দূর দিগন্তে।