Select Page

আকাশযান

আকাশযান

মন অগ্রিম ছুটে চলে বাতাসের বেগে
লেন দেনের পরোয়া না করেই।
পেছনে রেলগাড়ির বগী বোঝাই মালপত্র
জংধরা লাইন আর হুইসেলের অযাচিত
শব্দসমুদ্র ঢেউয়ের তালে আকাশ ছোঁয়।

আকাশযানের অভিযানে ভালবাসা
দ্রুত হারিয়ে যায়;পাশে থাকে নিঃসঙ্গ একাকীত্ব।
সেখানে নিগূড় বাসা বেঁধেছে আমার আমিত্ব,
চেঁচিয়ে বলে ভালবাসা বিকোবে কোন দামে?!!

~শাহনাজ

About The Author