আজ তুমি চলে গেলে

Photo of author

By Hena Akter

আজ তুমি চলে গেলে;
হুম, তুমি চলে গেলে।
চলে যাবার আগে আমাদের
শেষ কথাটি বলা হলোনা,
হলোনা শেষ হিসেব-নিকেষটা,
রয়ে গেলো শেষ বোঝা-পড়াটাও
কতটা দিয়েছি, কতটা পেয়েছি
কিংবা; তুমি কতোটা পেয়েছো বা দিয়েছো।

একটা-সময়ের পিছু ছুটতে-
ছুটতে আমরা ভুলে গিয়েছিলাম
জীবনের সুখ-দুঃখগুলোর
হিসেব কষতে।
মান-অভিমান করে আমার কখনও
বলা হয়ে উঠেনি, তোমাকে বিয়ে করে
আমার জীবনটাই বৃথা গেলো; আজ
আমি বলে সংসারটা করছি, তুমিও রয়ে গেলে অভিযোগহীন,
অথচ আমরা,আমাদের এই জীবন’টা কাটালাম
দু’জন দু’জনকে হারিয়ে ফেলার ভয়ে ভয়ে।

বলতে চেয়েছিলে হয়তো অনেক কথা-
বলা হলো না, নিরবে চলে গেলে।
আমাদের শেষ কথাটি ও হলো না।
তুমি চলে গেলে; হয়তো তোমার
কোনো পিছুটান ছিলোনা,ছিলোনা জীবনের কাছে দায়বদ্ধতা।

জীবন তোমাকে মুক্তি দিয়েছে,
আমি তো জীবনের কাছে দায়বদ্ধ।
জীবন মৃত্যেুর টানা পোঁড়নে আজও আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি।
তোমাকে আর বলা হবে না; গল্পের ঝুড়ি নিয়ে গল্প করেও আর
বলা হবে না কেমন করে কাটলো আমার একাকিত্বের দিন গুলো,
কতোটা বিরহ নিয়ে আমি মৃত্যুকে আলিঙ্গনের দিন গুনেছি ।
কতোটা পোঁড়া দীর্ঘশ্বাসে ছেয়ে গেছে আমার জীবন

আজ তুমি চলে গেলে,হুম ; আজ তুমি চলে গেলে,
তোমাকে বলা হলো না
আমার সব বসন্ত গুলো চুরি হয়ে গেছে তোমার সাথেই
তুমি জানলে না, আমি ফাগুনের ঝরা পাতা হয়ে
মাটিতে মিশে গেছি সেই কবে’ই।