কুয়োর ব্যাঙ নয়
সামুদ্রিক
কচ্ছপ জীবনে আছি
সুবিশাল
ঢেউয়ের দোলায়
আহা সে-কি দোদুল্যময়
দুগ্ধ সফেদ
শুভ্র ফেনিল দূরন্ত আভায়
বিরতিহীন
আছড়ে পড়ি বালুকাবেলায়
চশ্মার কাচে
মাকড়শার জাল
দু’চোখে
স্বপ্নের শবদেহ
হাতের ছোঁয়ায়
বেদনার ক্যানভাস
বুকের গভীরে ধ্রুপদী প্রণয়
জীবন সায়হ্নে
ডানাভাঙা প্রজাপতির কৃষ্ণ গ্রহন
ঘুমাতে পারি না নির্বিঘ্নে
আধো ঘুম আধো জাগরণে অনুভূত হয়ঃ
আমি এক অতৃপ্ত গাঙচিল
গা ভিজিয়ে পা ডুবিয়েও
বিন্দুমাত্র অতিক্রান্ত হতে পারি নি
নিরাকার সমুদ্রের গুপ্ত ভয়াল পথ পরিক্রমা
আহারে জীবন কেনো তুই হেন প্রবঞ্চিত-যন্ত্রণাময়-ফাঁদ