অসুস্থতা বয়সের ভার একাকার হয়ে গেছে
প্রতিদিন ঘুম ভাঙলে সৃষ্টিকর্তার প্রশংসা করি
আরেকটা দিন পেলাম, আলহামদুলিল্লাহ।
আমার সন্তানের লাশ কাঁধে নেবার সক্ষমতা আমার নেই
এইতো একটু আগেই বাবাটা আমার কথা বলেছে
ওর কথা ভালো লাগেনি বলেই কন্ঠ ছিনিয়ে নিবি?
আমি কেনো এখনো নতুন নতুন ভোর দেখি?
আমার লাশটা কাঁধে নেবার ছেলেটাকেই মেরে দিলি?
ভালো থাকবি বাবা ওপারে পুণ্যবানদের কাতারে
ওরা মনে করে তোকে লাশ বানিয়ে তোর সময়টা নিয়ে
ওদের জীবন রেখা বাড়াবে?
কক্ষনো নয়, কক্ষনো নয়, কক্ষনো নয়…
© আলম – ১৬ জুলাই ২০২৪ইং, সন্ধ্যা ৭টা ৫মি.