তোমাদের ঘর ছেড়ে
ফেলে আসা পথগুলি
উড়ে যাওয়া ধুলাগুলি
ঝরে যাওয়া পাতাগুলি
আজো কাঁদায়।
চৈতি রাতের জোছনায়
ঝিঁঝিঁ পোকার শব্দগুলি
আজো ভাবায়।
বিবর্ণ সময়ে বর্ণিল গোধূলী
ক্লান্ত বিহংগের ঘরমূখী চঞ্চলতা
আর ওদের গানগুলি
আজো জাগায়, পরানের ঢেউ।
এখানে অসীম আকাশের নীচে
ঠিকানাহীন আমি,
এখানে বিলাসময় প্রাসাদে
বাস্তুহারা আমি।
বাতাসকে বলেছি-
ছুটে যাও নিজভূমে
নিয়ে এস আমার জন্য
একগুচ্ছ মেঘ;
বহুদিন ধরে সেই দোল জাগানো
বৃষ্টির গান শুনিনা।