গাছে গাছে বনে বনে
মৌমাছি গানে গানে
কোকিলের কুহুতানে
পাতা ঝরে ফাল্গুনে।
মন বাঁধা তার সনে
প্রিয় আজ তাই জানে
প্রেয়সীর কানে কানে
কয় কথা প্রাণে প্রাণে৷
শ্রাবণ বরিষণে
গায় মন গানে গানে
ভাবে তারে মনে মনে
হবে দেখা কোন ক্ষনে!
ভাবি বসে আনমনে
কে ডাকে ক্ষনে ক্ষনে
বসে আজ বাতায়নে
মন কাঁদে অভিমানে।
জীনাত
২৭শে ফেব্রুয়ারী ২০২২
রাত ১১টা ৩০মি.

আমি জীনাত — জীবনের ঘূর্ণিতে আটকে থাকা এক স্বপ্নবতী মন।
উন্নত জীবনধারার ভারে এক সময় নিজের ভেতরের আমি-টাকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এক বিকেলে, জীবনের পড়ন্ত আলোয়, হঠাৎই আমার এক পুরোনো ইয়ারমেট বন্ধু পাঠরটুকু সড়িয়ে দিলো। তারপর যেন সব বদলে গেল। জমে থাকা অনুভূতিরা বাঁধ ভেঙে বেরিয়ে এলো—গল্পে, কবিতায়, গানে।
লিখি নিজেকে জানার জন্য, হৃদয়ের সবুজ ভাঁজগুলো খোলার জন্য। প্রতিটি শব্দে আমি ফিরিয়ে আনি একেকটি অনুভূতির মুখচ্ছবি, যেখানে পাঠকরাও খুঁজে পেতে পারেন নিজেদের কিছু টুকরো।
কালিকলম পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক