Zeenat Alam

গাছে গাছে বনে বনে
মৌমাছি গানে গানে
কোকিলের কুহুতানে
পাতা ঝরে ফাল্গুনে।

মন বাঁধা তার সনে
প্রিয় আজ তাই জানে
প্রেয়সীর কানে কানে
কয় কথা প্রাণে প্রাণে৷

শ্রাবণ বরিষণে
গায় মন গানে গানে
ভাবে তারে মনে মনে
হবে দেখা কোন ক্ষনে!

ভাবি বসে আনমনে
কে ডাকে ক্ষনে ক্ষনে
বসে আজ বাতায়নে
মন কাঁদে অভিমানে।

জীনাত
২৭শে ফেব্রুয়ারী ২০২২
রাত ১১টা ৩০মি.