Select Page

আকাশ পেতে বসে আছি

আকাশ পেতে বসে আছি

কবি শাহনাজ পারভীন, অস্ট্রেলিয়া প্রবাসী একজন বিশেষজ্ঞ চিকিৎসক। জন্মগ্রহন চট্টগ্রামে হলেও পড়াশুনা করেছেন মুলত ঢাকায়। তিনি দুই যুগেরও অধিক সময় ধরে প্রবাসী এবং স্বামী ও দুই কন্যাসহ বর্তমানে সিডনিতে বসবাসরত। পেশাগত ও সামাজিক ব্যস্ততার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার অবাধ চলাচল অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে রবীন্দ্র সংগীতের একটি এলবাম ও তিনি বের করেছেন। “আকাশ পেতে বসে আছি” তার প্রকাশিত ৩য় কাব্যগ্রন্থ, যেটিতে নারী, প্রকৃতি, ভালোবাসা আর মানবতা প্রাধান্য পেয়েছে।

কবি শাহনাজ পারভীনের কাব্যগ্রন্হ ‘ আকাশ পেতে বসে আছি’ গ্রাফোসম্যান পাবলিকেশনের ৫৮২ নম্বর স্টল থেকে সংগ্রহ করুন।

About The Author