A Cup of Tea

এক কাপ চা
আর একটি অলস বিকেল
সময় কেমন থমকে আছে
যাচ্ছেনা তো আগের মতো।

হন্যে হয়ে ছন্নছাড়া
ভালোবাসার প্রাপ্তিহারা
মানুষগুলো শুধুই ঘুরে
ঘুরে কেবল ভিন্নপথে
যে পথ গেছে এঁকেবেঁকে
সে পথ আজ মুক্তমতে।

আমিও ঘুরি তুমিও দেখো
চোখ মেলে আজ দুনিয়া হারায়
ভীষণ রকম অন্য মানুষ
আশায় কেবল শক্তি পেয়ে
নেশার জালে মুগ্ধ থাকি
দেখার নেশা পাওয়ার নেশা
তুমিও হারাও জীবন নদে।

আকাশ থেকে স্বপ্ন কুড়াও
ঐ যে জীবন ঐ যে পাখি
নীড় হারা সেই ছোট্ট পাখি
আমায় তারা গল্প শোনায়
গল্পে গল্পে সময় কাটে
চায়ের কথা মনে পড়ে
সামনে দেখি এক কাপ চা
বিকেলটা তো আগের মতোই
এইতো বিকেল, অলস বিকেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!