Select Page

অমরাবতী কণ্যার প্রেম

অমরাবতী কণ্যার প্রেম

জানালায় থাকুক
কালবৈশাখী মেঘের আনাগোনা!
সদর দরোজা
তোমার জন্যে
সব সময় খোলা!

অপেক্ষায় প্রহর
শেষ হবে,
শালিকের কাঁটবে
বিরহী বৈধব্যতা!
হাল ছেড়ো না,
ময়না বলবে সুখের কথা।

শুণ্যতায় থাকে,
পূর্ণতার জন্যে।
যদি ভালোবেসে থাকো,
নিশ্চয়ই তা বুমেরাং হবে।

দুই চোখের মাঝে
যতটুকু দূরত্ব
জেনে নিও
অপেক্ষার পালা
ফুঁরায় তার থেকেও দ্রুত!
যদি তোমার
মায়াবী চোখ
জ্যোতি বিলায়
আমার দু’চোখে।

কামরুজ্জামান খোকন
খুলনা,০১.০৭.২০২২

About The Author