Select Page

বৃষ্টি

আকাশ জুড়ে মেঘের ডালা
টাপুর টুপুর বৃষ্টি মালা…..
বুকের ভেতর ফাগুন শাখে
উদাসী এক কোকিল ডাকে….

মেঘ বালিকার উদাস মন
বরষা ছোঁয়া বিষাদ ক্ষণ…..
চেয়েও যে তার পায়না দেখা
নিঠুর বড় প্রাণের সখা…..

এক শ্রাবণে মধুর মিলন
অন্য শ্রাবণ স্মৃতির দহন….
আকাশ জুড়ে বৃষ্টি এলে
কোথায় তুমি কোন আড়ালে?

দিন চলে যায় সংগোপনে
বিরহী গীত মন পবনে….
এসো প্রিয় হৃদয় মাঝে
বরষা ছোঁয়া উতল সাঁঝে…..

কথা দিলাম পাষাণ হৃদয়
বাধবো ডোরে ফাগুন মায়ায়…..
হাত দুখানি রেখে হাতে
ভিজবো দুজন ব্যাকুল রাতে…..

শিমু কলি
১৮/০৭/২০২১ইং

About The Author