Select Page

কবিতার প্লট

কবিতার প্লট খুঁজতে গিয়ে
আমি তোমাকেই খুঁজে পাই…
হোক সেটা প্রেম অথবা বিরহের,
হোক সেটা ভালোবাসা
কিংবা অবহেলার…।

সেদিন ভরদুপুরে কোকিলের
ডাক শুনে চমকে উঠেছিলাম ;
ফাগুন না আসতেই
কোকিলের ডাক…!!
আসলে তুমিও ঠিক
অলস দুপুরে এভাবেই
ডাকতে ফাগুনের গান নিয়ে ;
তাই হয়তো…..

দূরত্বের দুরত্বে ভালো থেকো প্রিয়
স্বপ্নের আবাসন উচ্ছেদ হয়েছে তাই
দূর থেকেই কিছু স্বপ্ন দিয়ে যেও…
জানোই তো, কবিতার প্লট বলতে
আমি শুধু তোমাকেই বুঝি…

সেদিন জুয়েলারির দোকানে
হঠাৎ তোমাকে দেখে
চমকে উঠেছিলাম….
আদতে সেটা তুমি ছিলেনা..
আমার চোখের ভ্রম ;
তুমি ভেবে কতবার যে
ভুল করে বসি….!!
আসলে কবিতার প্লট খুঁজতে
আমি শুধু তোমাকেই খুঁজি।

গোধুলির আকাশের গেরুয়া
রং যখন ব্যালকনিতে মাখামাখি
তখনও আমি দেখি তোমার দেয়া
বসন্ত রঙের হাতছানি……
ঘুমহীন রাতের আঁধারে
যখন নিশাচর পাখি ডেকে উঠে
কিংবা ভোর রাতে যখন….
দেখা হয়ে যায় শুকতারাটার সাথে ;
তখনও আমি তোমাকেই খুঁজে পাই।

সময় ঘড়ি বদলে গেছে
বদলে গেছে দিন….
আলো আঁধারের লুকোচুরি
খুনসুটি খেলা আর নেই….
তবু যেটুকু মুগ্ধতা রয়ে গেছে
সেটুকু বাচিঁয়ে রাখি খুব কৌশলে…..

এইতো সেদিন হঠাৎ চমকে
উঠেছিলাম তোমার কন্ঠস্বরে….
একটা বিশেষ নামে তুমি ডাকতে….
সেই নাম ধরে ডাকলে…..!!
আসলে সেটা তুমি ছিলেনা…
দুনিয়ার তাবৎ প্রেমিকেরা
হয়তো সেই বিশেষ নামেই
ডাকে তার প্রেয়সীকে…..!!

কবিতার প্লট বলতে আমি
শুধু তোমাকেই বুঝি….
দূরত্বের দূরত্বে ভালো থেকো প্রিয়
অগোচরে মাঝে মাঝে কিছু
কবিতার প্লট দিয়ে যেও।।

About The Author