Select Page

বসন্তের ভালোবাসা

বসন্তের ভালোবাসা

তোমার প্রেমে অন্ধ হলাম,
ফুলের গন্ধে মন মাতালাম।
একগুচ্ছ ফুল নিলাম,
তোমার খোঁপায় গেঁথে দিলাম।

ফাগুনের হাওয়া লাগলো মনে,
বাতুল করলে মনের টানে।
ভালোবাসায় জড়িয়ে নিলাম,
তোমায় আমি স্বীয় মনে।

তোমার নামে বসন্ত নামাই,
লাগুক প্রাণের ছোঁয়া।
আসুক না কলো ধোঁয়া,
রঙিন রবে মনের ছোঁয়া।

বসন্তের এই আগমনে,
ভালোবাসার শীতল পরশে।
পাশে রবে আজীবন,
ভালোবেসে আর ভালবেসে।

অর্পণ বড়ুয়া

About The Author