Select Page

ঋণ

ঋণ

এমনি এক শ্রাবণ মেঘের দিন
করেছিলাম ভালোবাসা ঋন….
দিয়েছিলাম হাজার প্রতিশ্রুতি,
সে ঋন যে বাড়ছে নিরবধি…..

মিতালি তার মেঘের সাথে,
শুধু জলের সাথেই আড়ি….!
তার নামেতেই এই শ্রাবণে…
লিখে দিলাম পুরো হৃদয় বাড়ি।।

শিমু কলি
১৯/০৮/২০১৯ইং

About The Author