Select Page

আদর রাত্তির

আদর রাত্তির

সব প্রশ্নের উত্তর হয় না
সব ভালবাসার নাম
দেয়া যায় না
হাতের পাতায় তোমার
স্পর্শের ছোঁয়া পাওয়া
পাওয়া যায় না
আদর রাত্তির
ভালবাসা কভু ভোলা
ভোলা হবেনা
তোমার লেখাতে আমার
গালে তোমার হাতের স্পর্শ
পাওয়া হয় না
অভিযোগ অভিমানে
তোমার কাঁধে
মাথা রাখা যাবে না
আদর রাত্তির ভালবাসা
দিনের আলোয় সামনে
কখনো আনা হবে না
আয়নায় আমার পাশে তোমার
প্রতিবিম্ব কখনো দেখা যাবে না

কান্তা উর্মি
১৬/০১/২০২২
ভোর ৪.১৪

About The Author