Select Page

রঙিন মন

মনের অনেক রঙ,
বদলায় তা ক্ষণে ক্ষণ!
কখনো বা শীতের কুয়াশায়
ধোয়াশার মত আবছা ছাই রঙে!
আবার পরক্ষণেই বসন্তের বর্নিল
রঙের হলুদাভ প্রজাপতি হয়ে
ফুলের বাগান থেকে মৌ চুরি করে উড়ে
বেড়ায় প্রান্তরের সবুজ ফসলের মাঠে!
কখনো কৃষ্ণচূড়ার লাল রঙে
সেজে উঠে গ্রীষ্মের খরতপ্ত সেই মন!
কখনো বা বর্ষায় ধুয়ে মুছে ওঠা
চকচকে প্রকৃতির মতো,
স্নিগ্ধ, কোমল, উজ্জ্বল -ঝলমল!
পরক্ষণেই, শরতের প্রকৃতির মতো ক্ষনেক্ষনে
এইমন হয়ে শ্বেতশুভ্র বলাকা উড়ে যেতে চায় নিঃসীমে সূদুর নীল নীলিমায়!
আবারও হেমন্তের সোনালী ফসলের মাঠ
হয়ে নতুন করে বসতি গড়তে চায় নতুন
রঙের নতুন কোনো মনে!

ফাতেমা_হোসেন
২০/১/২২.

About The Author