Select Page

অভিন্ন হৃদয়

কাছাকাছি যদি থাকে অভিন্ন হৃদয়,
শত ক্রোশ ব্যাবধান কিছুই তো নয়…..
শুন্য দুরত্বও শত ক্রোশ হয়ে যায়
যদি মন থেকে মন দূরে সরে যায়…..

এক ঘর এক ছাদ একই বিছানা,
তবুও দুজন রয় চির অচেনা…..
শরীর ছুঁয়ে কি কভু ভালোবাসা হয়!
মন ছুঁয়েই হতে হয় অভিন্ন হৃদয়…।

শিমু কলি
২৫/০৭/২০২০ইং

About The Author