সেদিন বিকেলে সবুজের সমারোহে আমি নিশ্চিত হয়েছিলাম,
পৃথিবী সবসময় এমনই থাকবে।
রংধনুর মতো সাতরংয়ে পরবে জীবনের যত রোদ,
আর আনন্দ স্হির হয়ে জমাট বেঁধে লেগে থাকবে আমার ওম মাখা গায়ে-
তখন তোমার হাতের তালুতেই ঘুমিয়ে পড়ব,
যেমন গাছ ঝরা পাতাগুলো গড়াগড়ি খায় মায়াবতী মাটির বুকে।
আলো আলো করে জীবন চলে যাচ্ছে,
রোদ তো প্রতিদিনই উঠে তবু আমি খুঁজে ফিরি কি যেন- সুখ?
স্বপ্ন নাকি সঙ্গ? সবই তো আছে আমার!
জীবন বড়ই অকৃতজ্ঞ!
সকালের কোমল সূর্যও দুপুর না পেরুতেই জানোয়ারের মতন লাগে।
সময় চলমান।
আমাদের ভালোবাসা আমাদের চাহিদা আপেক্ষিক আর
আপেক্ষিক আমাদের প্রতিটি আচরণ, কল্পনার মাথামুণ্ডু।
তোমার হাতের তালুতে আমি শুয়ে থাকি,
রোদ এসে পরে সারাগায়ে,
অসহ্য আরামে আমি চোখ বুজি আর চলে যাই,
তোমার অচেনা এক পৃথিবীতে।
আবরার কবির
২৩.১০.২০২১