অফুরান কথামালা

Photo of author

By Shahnaz Pervin Mita

কী ভীষন শূন্যতা নিদারুন হাহাকার
মনের গভীরে তোমায় ঘিরে,
তুমি তা জানবে না কোনো দিন
সাগর কি জানে নদীর বেদনা!
কেনো ছুটে চলা তার
ভেঙে জনপদ প্রান্তর,
কত প্রবল স্রোতধারায়
অবিরাম গতিতে একাকী শূন্যতায়।

ভালোবাসার প্রবল আকাংখায়
শব্দের অফুরান কথামালা,
মনের অব্যক্ত বেদনায়
জানা হয় না তা তোমার
বা জানতেও চাও না তুমি।
যে ফুল ফোটে ঝরে যায়
ধরনীর বুকে চরম অবহেলায়
সেই সুবাস কি বেঁচে রয় অন্তরে সবার!
ফুল কী তা দেখতে পায়!

তবুও ফুল ফোটে প্রতিদিন
সুবাস বিলায় ঝরে যায়,
আমি ও বেঁচে রই একাকী
তোমাকে ভালোবেসে সুন্দর ধরনীর বুকে
খান্ডব দহনের অব্যক্ত যন্ত্রনায়।